অবশেষে অনেক কষ্ট সহ্যের পর "আমার জীবনের সত্য কথা" বইটি বের করতে সমর্থ্য হলাম। সঙ্গত কারনে বইটির প্রথম মুদ্রন হাতের লেখার মাধ্যমে বের করলাম। লেখার বিষয়ে যদি কোন ত্রুটি হয় তাহলে আমাকে মাফ করে দেবেন।
এই বইটি লেখার পিছনে আমার সময় ব্যায় হয়ছে ৩০ ঘন্টা। তবে এক নাগারে নয়। এই স্বল্প সময়ে আমাকে লিখতে হয়েছে ৬৫ দিনের ঘটনা। আর এই বইটি লেখার সময় আমার বয়স ১৬ বছর এবং দশম শ্রেণীর ছাত্র ছিলাম।
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই বইটি পড়ার আমন্ত্রন জানিয়ে ভূমিকা এখানেই শেষ করছি।
775Please respect copyright.PENANABffA94nSZ4
- মোঃ মনিরুজ্জামান (মনির)775Please respect copyright.PENANAfeqHkMEPFs
৩০-০৮-১৯৯১